ঢাকাশুক্রবার , ১১ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

yousuf
আগস্ট ১১, ২০২৩ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

দখলকৃত পশ্চিমতীরের একটি শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ সময় তাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। খবর আল-জাজিরার।

অভিযানের সময় গুলির পাশাপাশি কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বাহিনীটি। আশপাশে মোতায়েন করে স্নাইপার। এতে শুক্রবার (১১ আগস্ট) সকালের দিকে তুলকারেম শরণার্থী শিবিরে মোহাম্মাদ জারাদ (২৩) নামে একজন নিহত হন।বুকে গুলি লাগার পর জারাদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর আধিপত্য বিস্তারকারী ফাতাহ পার্টি বলেছে, জারাদ তাদের সংগঠনের একজন সদস্য ছিলেন, কিন্তু যোদ্ধা নয়।

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সশস্ত্র সামরিক শাখার সঙ্গে সম্পৃক্ত তুলকারেম ব্রিগেড জানিয়েছে, পাল্টা হামলার মাধ্যমে ইসরায়েলকে জবাব দেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী বা ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো কোনো মন্তব্য করেনি।

এমএসএম


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়
error: Content is protected !!