ঢাকাশনিবার , ১০ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সংলাপের নামে সরকারের ফাঁদে পা দেবে না বিএনপি : ফখরুল

yousuf
জুন ১০, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

সংলাপের নামে সরকারের ফাঁদে পা দেবে না বিএনপি : ফখরুল

খবর২৪ঘন্টা ডেস্ক
জুন ১০, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংলাপের নামে সরকারের ফাঁদে পা দেবে না বিএনপি। বলেন, দুইবার প্রতারণার শিকার হয়েছি, এবার আর প্রতারিত হতে চাই না।

শনিবার (১০ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপি নেতা এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এ কথা বলেন তিনি।

মহাসচিব বরেন, সরকার কখনো প্রতিশ্রুতি রক্ষা করেনি, এবার আর তাদের কথায় ভুলবে না বিএনপি। আগে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান মির্জা ফখরুল।

নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে বলেও জানান তিনি। বলেন, সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে সরকার জনগণের ওপর চড়াও হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়
error: Content is protected !!