একমাত্র টেস্টে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। মিরপুরে টাইগাররা তুলে নিয়েছে ৫৪৬ রানের রেকর্ড গড়া জয়। টেস্টে ছিলেন না আফগান ক্রিকেটের পোস্টার বয় রশিদ খান। তবে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবেন এই লেগস্পিনার।আগামী ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রামে চলবে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের জন্য ঘোষিত ১৯ সদস্যের আফগান দলে আছেন রশিদ। ২০১৯ সালে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম টেস্টে জয় পেয়েছিল আফগানরা। ১১ উইকেট নিয়ে আফগানদের জয়ে বড় অবদান রেখেছিলেন রশিদ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।