জলিলুর রহমান স্টাফ রিপোর্টারঃ ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত।। দেশের উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে আরও একবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানো দরকার
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিল অর্থ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল আলম বুদু বলেছেন, বাংলাদেশকে বিশ্বের উন্নত দেশ সুইজারল্যান্ডের মতো উন্নতি করতে আবারো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। কারণ তিনি বাংলাদেশকে সোনার দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছেন।
রবিবার ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আগামীর বাংলাদেশ বিষয়ক মতবিনিময়সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী সাগরের মধ্যে কর্ণফুলি টার্নেল নির্মাণ করেছেন।দেশকে পারমাণবিক জগতে ঠাঁই দিতে ১৩ বিলিয়ন ডলার ব্যয়ে ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছেন। দেশের প্রতিটি এলাকায় রাস্তাগুলোকে উন্নত বিশ্বের রাস্তাগুলোর মতো দ্বিতীয়, চতুর্থ এমনকি দশ লেন করেছেন। চিকিৎসা, শিক্ষা, কৃষিসহ সবদিক থেকে দেশ এগিয়ে যাচ্ছে। তাই আগামী ৫ বছরের জন্য শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা আনতে হবে।ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নার সভাপতিত্বে বক্তব্যে তিনি আরো বলেন, দেশ ও মানুষের কর্মসংস্থানসহ কল্যাণের কথা বিবেচনা করে নিজের দৃষ্টিভঙ্গি থেকে ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইপিজেড করে দিয়েছেন। সেখানে আজ ২০-২৫ হাজার নারী-পুরুষ কাজ করছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ প্রায় শেষ করতে যাচ্ছেন।তিনি বলেন, ঈশ্বরদীতে যাদের শিক্ষাগত, রাজনৈতিক কোনো যোগ্যতা নেই, ঢাকা চেনেন না তারা এমপি হতে চান।এমনকি যারা কোনোদিন কাউকে এক কাপ চাও খাওয়ান না তারাও এমপি হতে চান। এসব বরদাশত করা হবে না।
মতবিনিময়সভায় অন্যান্যদের মধ্যে প্রেস ক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট হেদায়েত উল হক, বিপুল জোয়ার্দার, প্রভাষক নজরুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক এ এ আজাদ হান্নান, বাপ্পি রায়হান, ডাক্তার মাসুম হাসান, জিএম দোলন বক্তব্য দেন।এ সময় ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বীরু, সাবেক ভিপি ফিরোজুল ইসলাম জুয়েল, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহিন ইসলাম ও জেলা যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী তৌশি।