ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে এক ইউনিয়ন যুবলীগ সভাপতির বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে

yousuf
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা :

পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রবিবার (৯ সেপ্টেম্বর ) বিকেলে স্টেশনপাড়ায় রেণু আক্তারের বাড়িতে এ ধ্বংসযজ্ঞ চালায় মুলাডুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন খন্দকার ও তার সহযোগীরা।

এসময় রেনু আক্তার (৫০), কে এম রানা (৪০), সাবানা খন্দকার (৩৮)সহ বেশ কয়েকজন আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত রেনু আক্তার অভিযোগ করে বলেন , ইতিপূর্বে আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে সেই দায় অন্যের উপর চাপিয়ে আমাকে দিয়ে মামলা করায় মুলাডুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি মিলন খন্দকার। পরে আমি বিষয়টি জানতে পেরে মামলাটি সমঝোতা করে নেই। এতেই দীর্ঘদিন ধরে আমাকে হুমকি-ধামকি দিয়ে আসছিল যুবলীগ নেতা মিলন। অবশেষে আজকে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে পরে স্থানীয়দের সহযোগিতায় আমি প্রাণে রক্ষা পাই।

স্থানীয়রা জানান, ৫ থেকে ৭ জন সঙ্ঘবদ্ধ একটি সন্ত্রাসী বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে হঠাৎ করেই রেনু আক্তারের বাড়িতে হামলা চালায়। পরে সকলে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

হামলার ঘটনায় অভিযুক্ত মিলন খন্দকারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা বলেননি।

এই ঘটনায় ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!