ঢাকাবুধবার , ২৮ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী ছাত্রদের মাঝে ছাত্রশিবির প্রতিটি কর্মীকে সবচেয়ে মেধাবী ও যোগ্যতা সম্পন্ন হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম।

yousuf
আগস্ট ২৮, ২০২৪ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

 

সকল ছাত্রদের মাঝে ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে সবচেয়ে মেধাবী ও যোগ্যতা সম্পন্ন হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম। তিনি আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে ঈশ্বরদীর দারুস সালাম ট্রাস্ট মিলনায়তনে পাবনা জেলা পশ্চিম শাখার উদ্যোগে ‘থানা ও ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ’-এ এসব কথা বলেন।

ছাত্রশিবিরের পাবনা জেলা পশ্চিম সভাপতি মো. ইসরাইল হোসেন শান্ত’র পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী পৌর আমির মো. গোলাম আজম, ছাত্রশিবিরের পাবনা শহর সভাপতি মো. ফিরোজ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের পাবনা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি মো. মাহফুজুর রহমান, মো. সাইফুল ইসলাম, জেলা পশ্চিম সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাবেক সেক্রেটারি মো. নাজিমুদ্দিন জেম, মো. রাফিউল ইসলাম, জেলা পশ্চিম প্রশিক্ষণ সম্পাদক মো. বাকিবিল্লাহ ও জেলা সাবেক শিক্ষা সম্পাদক মো. জামিলুর রহমান সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষের কাছে ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ সংগঠনের নাম। শিবিরের একজন ইউনিয়ন দায়িত্বশীলকে ধার্মিক ও জ্ঞানী হতে হবে। তিনি বলেন, শিবিরের প্রত্যেক কর্মীকে পড়ার টেবিলে ও ময়দানে সমান ভূমিকা পালন করতে হবে, সাধারণ ছাত্রদের মধ্যে ছাত্রশিবিরের কর্মীদেরকেই নেতৃত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের আন্দোলনের মূল লক্ষ্য মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন, এর বাইরে অন্য চিন্তা নেই। তিনি বলেন, দেশের প্রতিটি ছাত্রের কাছে ইসলামী ছাত্রশিবিরের দাওয়াত পৌঁছে দিতে হবে। নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে শিবিরের প্রতিটি কর্মীকে প্রচুর পড়াশোনা করতে হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
এই সপ্তাহের পাঠকপ্রিয়
error: Content is protected !!