ঢাকাবুধবার , ২ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা শহরে অনিবন্ধিত রিকশা আর চলবে না: মেয়র তাপস

yousuf
আগস্ট ২, ২০২৩ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঢাকা শহরে অনিবন্ধিত অবৈধ রিকশা আর চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। ধাপে ধাপে এসব রিকশা বন্ধ করা হবে।

বুধবার (২ অগাস্ট) সকালে ধানমন্ডিতে রিকশাস্ট্যান্ডের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান মেয়র।তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় নিবন্ধিত রিকশা ছাড়া আমরা অন্যান্য সব রিকশাকে অবৈধ ঘোষণা করেছি। সুতরাং ব্যাটারিচালিত হোক কিংবা অনিবন্ধনকৃত পায়েচালিত রিকশা হোক- এগুলো ঢাকা শহরে চলতে পারবে না। এই কার্যক্রম একদিনে করা সম্ভব নয়। ধাপে ধাপে কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা এটি বাস্তবায়ন করবো। রিকশা মালিক সমিতিও রাজি হয়েছে যে, নিবন্ধিত রিকশা ছাড়া ঢাকা শহরে তারা আর কোনো রিকশা পরিচালনা করবেন না।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!