ঢাকাবুধবার , ৭ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

yousuf
জুন ৭, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।

উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন- ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এস এম রাজা, সহ সভাপতি কে এম আবুল বাশার, খন্দকার মাহবুবুল হক দুদু, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক টিপু সুলতান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ক্রীড়া সম্পাদক ওয়াহেদ আলী সেন্টু, নির্বাহী সদস্য স্বপন কুমার কুন্ডু ও আবুল হাসেম প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় ইউএনও বলেন, স্মার্ট ঈশ্বরদী বিনির্মাণে কাজ করবেন তিনি। ৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। এ উপজেলা মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে ঈশ্বরদী  ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!