পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে কয়লাবাহী জাহাজ। ফলে পুনরায় উৎপাদন শুরু হতে যাচ্ছে এই বিদ্যুৎকেন্দ্রে ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা জাহাজটি গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ২টায় পায়রা বন্দরে নোঙর করেছে।
আজ শুক্রবার দুপুরে পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘এমভি অ্যাথেনা’ নামের জাহাজটি থেকে কয়লা খালাসের কাজ আজ দুপুর থেকে শুরু হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রটির মালিকানা প্রতিষ্ঠান বাংলাদেশ-চীন পাওয়ার কোম্পানির (বিসিপিসি) ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম জানান, সব ঠিক থাকলে আগামী ২৫ জুন থেকে বিদ্যুৎকেন্দ্রটিতে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দ্বিতীয় জাহাজটি চলে আসার কথা রয়েছে। এখন থেকে কয়লার জাহাজ নিয়মিত আসতেই থাকবে। তাই এ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা নিয়ে আপাতত কোনো শঙ্কা নেই’, বলেন তিনি।