ঈদুল আজহার আগে কাঁচা মরিচ ও টমেটোর দাম বেড়েই চলেছে। কয়েকদিনের ব্যবধানেই কাঁচা মরিচ ছুঁয়েছে তিন শতকের ঘর। অন্যদিকে, খুচরা বাজারে টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি দিয়েছে সরকার। এতে দ্রুত এই দুই পণ্যের দাম কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।আজ রোববার (২৫ জুন) কৃষি মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি বা আইপি আজ সকাল থেকে দেওয়া হচ্ছে। এর মধ্যে কাঁচা মরিচ আমদানির জন্য ৩০টি আইপি অনুমোদন দেওয়া হয়েছে। যার পরিমাণ ১১ হাজার ৬০০ টন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।